মুম্বইঃ মুম্বইয়ের তারাপুর এলাকার পালঘরের কাছে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটল সোমবার বেলার দিকে। সূত্রের খবর, লকডাউনের পরে ওই কারখানায় হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার তৈরি করা হচ্ছিল। বিস্ফোরণে কারখানার দুই শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম একজন। পুলিশ জানিয়েছে, ওই কারখানায় ৬৬ জন শ্রমিক কাজ করছিলেন। এদিন আচমকাই বিস্ফোরণ হয় কারখানার একটি ইউনিটে। ওই ইউনিটেই স্যানিটাইজার তৈরির কাজ চলছিল। বিস্ফোরণের পরে আগুন ধরে যায় কারখানায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দু’ জন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। একজন শ্রমিকের অবস্থা সঙ্কটজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।