জলপাইগুড়ির নাগরাকাটার লুকসান চা বাগানে দাপিয়ে বেড়াল এক দলছুট বাইসন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরে অবশ্য ঘুম পাড়ানি গুলিতে কাবু হয় বাইসনটি। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ৩টে বাইসন চা বাগানে ঢুকে পড়ে। কিন্তু ২টি বাইসন জঙ্গলে ফিরে গেলেও একটি রয়ে যায়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চা বাগানে দাপিয়ে বেড়ায় ওই বাইসনটি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। লকডাউনের কথা ভুলে গিয়ে স্থানীয়রা বাগানে ভিড় জমান বাইসন দেখতে। ৩ ঘন্টার প্রচেষ্টায় ঘুম পাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করা হয়। পরে সুস্থ অবস্থায় বাইসনটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেন বনকর্মীরা।