কলকাতা

‘মানুষকে বাঁচানোর সময় তারাই যদি না থাকে তাহলে রাজনীতি করে কি হবে?’, দিলীপকে পালটা মেয়র

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ দিলীপ ঘোষের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, এটা রাজনীতি করার সময় নয়। মানুষকে বাঁচানোর সময় তারাই যদি না থাকে তাহলে রাজনীতি কি হবে? আমি বা দিলীপ ঘোষ কেউই চিকিৎসক নয় মৃত্যুর কারণ একমাত্র চিকিৎসকরাই বলতে পারেন তাদের কাজটা তাদেরই করতে দিন। চিকিৎসকরা সবাই পিপিপি পাচ্ছেন। নাইস সেড পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। কলকাতার বস্তি এলাকা নিয়ে একটি ফরম্যাট তৈরি করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনের সঙ্গে শেয়ার করা হচ্ছে ।তারপরে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার প্রতিটি ওয়ার্ড সেনিটাইস করা হচ্ছে যেই এলাকায় করণা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে সেখানে বেশি করে সেনেটাইস করা হচ্ছে। কলকাতা পুরসভা স্প্রে করার মেশিন আরো কিনছে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। বর্তমানে কলকাতা পৌরসভার কাছে একশ কুড়িটি স্প্রে মেশিন আছে। মুখ্যমন্ত্রীর গাইডলাইন মেনেই কাজ করা হচ্ছে। রেশনের দোকান, বাজার, বাসস্টপ কে বেশি করে সেনেটাইস করা হচ্ছে।
বেশকিছু বাজারের বিস্তার ঘটানো হয়েছে।