লকডাউন সফল করতে রাজ্যপালের প্রস্তাবের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে রাজ্যপাল একটি টুইটে অভিযোগ করেন, রাজ্যে ১০০ শতাংশ সোশ্যাল ডিস্ট্যান্সিং সফল করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দফার লকডাউন সফল করতে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন। বিকেলে নবান্ন থেকে রাজ্যপালকে এর জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন নবান্ন থেকে রাজ্যপালের নাম না করে জবাব দিয়েছেন। তিনি বলেছেন, সাহায্যের হাত বাড়ানো দূর। কেউ কেউ বলছেন প্যারামিলিটারি ফোর্সের দরকার। কীসের জন্য চাইছেন প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কমান্ড হাসপাতালের চিকিত্সক এবং তাঁর পরিবারের করোনায় আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, যে কোনও সময় কে কেউ আক্রান্ত হতে পারেন। কটাক্ষ করে তিনি বলেন, আমি আজ সেভ আছি এটা মনে করার কোনও কারণ নেই। তিনি বলেন, কারও সর্বনাশ চাই না। সবার ভাল চাই। পাশাপাশি সবার শুভবুদ্ধির আশার করেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।
ফাইল চিত্র।