করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের বাড়ি ফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই হায়দরাবাদে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একটি হৃদয় বিদারক ভিডিও বানিয়েছেন। সেই ভিডিওতে তাঁরা সরকারের কাছে বাড়ি ফেরার কাতর আরজি করেছেন। আর তা না হলে তাঁরা যে রাজ্যে আটকে সেই রাজ্যে তাঁদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করে দেওয়ার দাবি করেন।বিক্ষোভের পথে না হেঁটে ক্ষোভ প্রশমন করে হায়দরাবাদে আটকে থাকা পরিযায়ী শ্রমিকেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য একটি ভিডিও বানান। সেখানে তাঁরা লকডাউনের দ্বিতীয় পর্বে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বাড়ি ফেরার আরজি জানান।