দেশ

রিজার্ভ ব্যাংকের প্রশংসায় প্রধানমন্ত্রী

আজ দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর শুক্রবার সকালে দেশে ৫০ হাজার কোটি টাকার ঋণের জোগান বাড়ানোর কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাংকের গর্ভনর শক্তিকান্ত দাস। এরপরই এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী টুইটে লেখন, ‘রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে পদক্ষেপ নিয়েছে তাতে দেশে অর্থের জোগান বাড়বে। গতি বজায় থাকবে উন্নয়নেরও। পাশাপাশি এই পদক্ষেপের ফলে আমাদের দেশের ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতি, কৃষক ও গরিব মানুষরা খুব উপকৃত হবেন। এছাড়া এগুলি সমস্ত রাজ্যগুলিকে তাদের ঋণের জোগান বাড়াতেও সাহায্য করবে।’