ফের একবার যান্ত্রিক গোলযোগের কারণে পঞ্জাবে খেতের মধ্যেই ইমারজেন্সি ল্যান্ডিং করতে হল ভারতীয় বায়ুসেনার অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারকে। জানা গিয়েছে, হেলিকপ্টারের দু’জন পাইলটই সুরক্ষিত আছেন। পাঠানকোটে বায়ুসেনার ক্যাম্পে যোগাযোগ করেছে পুলিশ। পাইলটদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। হেলিকপ্টারটিরও কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। বায়ুসেনা সূত্রে খবর, ওড়ার কিছুক্ষণ পরেই হেলিকপ্টারে কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। তিনি সঙ্গে সঙ্গে পঞ্জাবে খেতের মধ্যেই ইমারজেন্সি ল্যান্ডিং করান। কী সমস্যা হয়েছে তা দেখার জন্য টেকনিক্যাল টিম সেখানে পৌঁছেছে বলে খবর। যাতে কোনও সমস্যা না হয়, তাই গোটা জায়গাটা ঘিরে রেখেছে পুলিশ।