দেশ

চিনের পাঠানো ৬৩ হাজার পিপিই কিট ব্যবহারের অযোগ্য

নয়াদিল্লিঃ নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় চিনের পাঠানো কিট এবং চিকিত্‍সা কর্মীদের সুরক্ষা সরঞ্জামের মান নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল ইউরোপের একাধিক দেশ। এবার ভারতে পাঠানো চিনের ৬৩ হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইমেন্ট বা পিপিই যোগ্যতা মান পার করল না। স্বাস্থ্যমন্ত্রকের সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই। চিকিত্‍সাকর্মীদের জন্য পাঠানো ওই সুরক্ষাবর্মগুলিতে কোনও না কোনও ঘাটতি রয়েছে বলে জানা গিয়েছে। দেশের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য চিনকে প্রায় দেড় কোটি পিপিই তৈরির বরাত দিয়েছে ভারত। এর পাশাপাশি পনেরো লক্ষ টেস্টিং কিটের ওর্ডার দেওয়া হয়েছে। প্রথম খেপে গতকালই ৫ লক্ষ টেস্টিং কিট এবং তার সঙ্গে পিপিই পাঠিয়েছে চিন। কিন্তু প্রথম পর্যায়ে এসে পৌঁছনো সেই পিপিই-র মধ্যে ৬৩ হাজারই ব্যবহার যোগ্য নয় বলেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ওই সূত্র। প্রতীকী ছবি।