দেশ বিদেশ

ফের চিন থেকে প্রায় ৩ লক্ষ করোনা টেস্টিং কিট নিয়ে ভারতে ফিরছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান

নয়াদিল্লিঃ প্রায় ৩ লক্ষ র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট নিয়ে এদিন এয়ার ইন্ডিয়ার একটি বিমান চিনের গুয়াংঝাউ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই টেস্টিং কিট যাবে রাজস্থান এবং তামিলনাড়ুতে। শনিবার সন্ধ্যেয় এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন চীনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশরি। উল্লেখ্য এদিনই সকালে চিন থেকে চিকিৎসা সামগ্রী আনতে একটি এয়ার ইন্ডিয়া বি-৭৮৭ এয়ারক্রাফট দিল্লির বিমানবন্দর থেকে চীনের গুয়ানঝাউয়ের উদ্দেশ্যে রওনা হয়। বুধবার সরকার পরিচালিত এই বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল, গত দশদিনে সাংহাই ও হংকং থেকে প্রায় ১৭০ টন করোনা সম্পর্কিত মেডিকেল সামগ্রী বহন করেছে তারা।