অবশেষে শুরু হতে চলেছে এয়ার ইন্ডিয়ার টিকিট বুকিং। আগামী ৪ মে অর্থাত্ দ্বিতীয় দফার লকডাউন শেষের পরদিন ডোমেস্টিক বিমান চালাবে সরকারি এই বিমানসংস্থা। তবে এখনই কাটা যাবে না আন্তর্জাতিক সফরের জন্য টিকিট। সংস্থার তরফে জানানো হয়েছে, জুন মাসের পয়লা তারিখ অর্থাত্ ১ জুন থেকে আন্তর্জাতিক সফরের জন্য এয়ার ইন্ডিয়ার টিকিট বুক করতে বা কাটতে পারবেন যাত্রীরা। আর ডোমেস্টিক বিমানের ক্ষেত্রে টিকিট বুকিং শুরু হবে ৪ মে থেকে। অর্থাত্ ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। তার পরের দিনই ডোমেস্টিক বিমানের জন্য টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। তবে কয়েকটি নির্দিষ্ট রুটেই চালু হবে পরিষেবা। অর্থাত্ নির্দিষ্ট কয়েকটি মেট্রোপলিটন শহরের ক্ষেত্রেই ডোমেস্টিক বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই তালিকায় রয়েছে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরু। এদিকে, শুধু এয়ার ইন্ডিয়া নয়। ৪ মে থেকে আন্তঃরাজ্য বিমান পরিষেবা শুরু করতে পারে বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগো। তবে সেক্ষেত্রে জারি থাকবে একাধিক বিধিনিষেধ। এছাড়া কমানো হবে যাত্রীসংখ্যাও। এখন দেখার আগামিদিনে ফের এই বিমান পরিষেবা স্থগিত করা হয় কি না। যদিও কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংহ পুরী একটি টুইট বার্তায় স্পষ্ট করে জানিয়েছে যে এখন পর্যন্ত নাগরিক বিমান পরিবহন মন্ত্রক দেশীয় বা আন্তর্জাতিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেন নি। পুরী আরও বলেছিলেন যে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরেই এয়ারলাইনস কে বুকিং খোলার পরামর্শ দেয়।