দেশ

৩ মে-র পর থেকে টিকিট বুকিং নেওয়ার ঘোষণার জন্য এয়ার ইন্ডিয়াকে ভৎর্সনা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের

বিমান বা ট্রেন চালুর সম্ভাবনা নেই

আগামী মে মাসের তিন তারিখ শেষ হলেও চার তারিখ থেকেই বিমান বা ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা এখনও দূর অস্ত। এমনটাই খবর মিলেছে সরকারি সূত্রে। কারণ লোকাল ট্রেনে সামাজিক দূরত্ব বিধি রক্ষা করা প্রায় অলীক কল্পনা। আর দূরপাল্লার ট্রেন বা বিমানেও তা প্রায় অসম্ভব। সেকারণেই এখনই এব্যাপারে এগোতে চাইছে না কেন্দ্র। শনিবার রাজনাথ সিং-এর বাসভবনে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকেও ট্রেন-বিমান চালুর বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের পরিস্থিতি নিয়ে বিশদ তথ্য পেলে তবেই পরিষেবা চালুর কথা ঘোষণা করা হবে। শনিবারই তিন মে-র পর থেকে টিকিট বুকিং নেওয়ার জন্য এয়ার ইন্ডিয়াকে ভর্ত্‍সনা করেছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এখন থেকেই যেন বিমান পরিষেবা সংস্থাগুলি টিকিট বুকিং সংক্রান্ত কোনও ঘোষণা না করে। কেন্দ্রের তরফে নির্দিষ্ট বার্তা আসার পরই যেন বুকিং এর কাজ শুরু হয়। রেলের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত কোনও টিকিট বুকিং নেওয়া ‌হচ্ছে না। শুধু পণ্য পরিবহনের জন্য মালগাড়ির যাতায়াতই চালু রয়েছে। কেন্দ্রের নির্দেশিকার পরই যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর কথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। কেন্দ্রের এই বক্তব্য থেকে পরিষ্কার এখনই ট্রেন ও বিমান পরিষেবা চালু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরোটাই নির্ভর করছে পরিস্থিতির উপর।