দেশ

দিল্লিতে করোনায় মৃত ৪৫ দিনের শিশুর

এবার করোনার প্রকোপে প্রাণ হারাল ৪৫ দিনের শিশু। সরকারি তথ্য অনুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে কম বয়সে এই মারণ ভাইরাসের বলি হল ওই একরত্তি শিশু। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৪ এপ্রিল শরীরে জ্বর ও কাশি নিয়ে দিল্লির কলাবতী সারন শিশু হাসপাতালে ভরতি হয়েছিল ছোট্ট ওই শিশুটি। এরপর ১৬ এপ্রিল শারীরিক পরীক্ষার ফলাফলে তার করোনা হয়েছে বলে জানা যায়। আর শনিবার ওই হাসপাতালে চিকিত্‍সাধীন থাকাকালীন মৃত্যু হয় তার। খবরটি প্রকাশে আসার পরই শোকের ছায়া নেমে এসেছে ওই শিশুটির পরিবারে।