কোচবিহারের পুণ্ডিবাড়িতে লোকালয়ে ঢুকে পড়ল ২টি বাইসন। ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে কোচবিহার, জলদাপাড়া ও বক্সা বনবিভাগের আধিকারিক ও কর্মীরা সেখানে পৌঁছন। ঘুমপাড়ানি গুলি করে বাইসন দু’টিকে বেহুঁশ করে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের চিলাপাতার জঙ্গলে ছাড়া হয়।