দেশ

লকডাউনের মধ্যেও অর্থনীতিকে সচল রাখতে আগামীকাল থেকে ১০০ দিনের কাজ সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় কেন্দ্রের

লকডাউনের মধ্যেও অর্থনীতিকে সচল রাখতে কয়েকটি ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র ৷ আগামীকাল ২০ এপ্রিল থেকে সেসব ক্ষেত্রে কাজকর্ম শুরু হবে ৷ এই বিষয়ে আজ টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ ৷ স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে পণ্য পরিবহণ, কৃষি ও অন্যান্য ক্ষেত্রকে সতর্কতা অবলম্বন করে কাজ শুরু করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র ৷ করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে ৷ লকডাউনের ২৭ দিনে দেশের আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকটি ক্ষেত্র শিথিল করছে কেন্দ্র ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, হটস্পট ও সংলগ্ন অঞ্চল বাদে বাকি অংশে কিছু ক্ষেত্রে লকডাউনের নিয়মে শিথিল করা হচ্ছে ৷ একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্র খোলা থাকছে-

🔴 সমস্ত চিকিৎসা পরিষেবা (আয়ুষ প্রকল্পও থাকছে)
🔴 কৃষি ও উদ্যান পালন
🔴 মাছ চাষ (সমুদ্র / ভূমিতে)
🔴 ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা-কফি-রাবার গাছ চাষের মতো কাজ
🔴 প্রাণী সম্পদ বিকাশ
🔴 অর্থনৈতিক ক্ষেত্র (ব্যাংক, এটিএম)
🔴 সামাজিক ক্ষেত্র (অনাথ আশ্রম, বৃদ্ধাবাস, অঙ্গনওয়াড়ি)
🔴 ১০০ দিনের কাজ (সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক)
🔴 গ্যাস, পানীয় জল, বিদ্যুৎ ও টেলিফোন পরিষেবা
🔴 আন্তঃরাজ্য পণ্য পরিবহণ
🔴 অনলাইনে শিক্ষা ব্যবস্থা
🔴 জরুরি পণ্য পরিষেবা
🔴 সরকারি ও বেসরকারি শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠান
🔴 নির্মাণ শিল্পের কাজ
🔴 প্রাইভেট গাড়ি (জরুরি পরিষেবা, সরকারি ছাড়ের আওতায় পড়ে এমন কাজের জায়গায় যাওয়ার জন্য ব্যবহৃত)
🔴 কেন্দ্রের এবং কেন্দ্র শাসিত অঞ্চলের ও রাজ্যের সরকারি অফিস