রাজ্যে নাইসেডে সরবরাহ করা করোনার টেস্টের কিট ত্রুটিপূর্ণ। রবিবার টুইট করে এমনটাই অভিযোগ করল রাজ্য স্বাস্থ্য দফতর। এ দিন রাত রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের টুইটার হ্যান্ডেল থেকে পাঁচটি টুইট করা হয়। টুইটে লেখা হয়েছে, ”সোশ্যাল মিডিয়ায় ক’দিন ধরেই একটি গুঞ্জন চলছে যে, লালারসের নমুনার ফল পেতে পশ্চিমবঙ্গে অত্যধিক বেশি সময় লাগছে।” তার কারণ ব্যাখ্যা করা হয়েছে পরবর্তী টুইটে। যেখানে বলা হয়েছে, ২সপ্তাহ আগে নাইসেড কিট সরবরাহ করে। এবং সেই কিটকে ঘিরে সমস্যা দেখা দিয়েছে। সেই কিটে পরীক্ষার ফল বহুলাংশে অমীমাংসিত থাকছে। নিশ্চিত হওয়ার জন্য ফের পরীক্ষা করতে হচ্ছে। এবং চূড়ান্ত ফল পেতে অনেকটাই দেরি হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের টুইটে বলা হয়েছে, ”আগে যখন পূণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে কোভিড টেস্টের কিট সরবরাহ করা হয়েছিল, তখন এ রকম কোনও সমস্যা হয়নি।”