রাজ্যের ২৮টি জেলার ১৪টি হাসপাতালে ব়্যাপিড টেস্ট শুরু হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য দফতর। জানিয়েছিল, হটস্পগুলিতে বড় সংখ্যায় নমুনা সংগ্রহ করে অ্যান্টিবডি টেস্ট করা হবে। আজ, সোমবার উত্তর কলকাতার বেলগাছিয়া বস্তি এলাকা থেকেই এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট শুরু হল রাজ্যে। সকালেই এসএসকেএম-এর একদল চিকিত্সক সবরকম প্রস্তুতি নিয়ে সেখানে পৌঁছে গিয়ে বস্তির বাসিন্দাদের নমুনা সংগ্রহ করতে শুরু করেন। কয়েক দিন আগেই নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, করোনাভাইরাসের মোকাবিলায় এবার আরও বেশি করে পরীক্ষার উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার। তারই ফল হিসেবে রাজ্যজুড়ে বড় সংখ্যায় র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করতে উদ্যোগী রয়েছে স্বাস্থ্য ভবন।