কলকাতা

সঙ্গত কারণ না দেখিয়ে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় দল কিসের ভিত্তিতে রাজ্যে আসছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন যুক্তিতে ওই কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানো হচ্ছে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতেও চেয়েছেন তিনি। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে লিখেছেন, ‘করোনা পরিস্থিতিতে কেন্দ্র সরকারের থেকে সবরকম সহযোগিতা ও পরামর্শকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু, কীসের ভিত্তিতে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনে পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্য়ান্য় প্রান্তে কেন্দ্রীয় দল পাঠাছে কেন্দ্র সরকার, তা স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের কাছে আর্জি রাখছি, এ ব্য়াপারে তা জানান। তা না হলে, কোনও উপযুক্ত কারণ ছাড়া এই পদক্ষেপের সঙ্গে এগোতে পারবে না রাজ্য়। কারণ এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য়পূর্ণ নয়’। সেই সঙ্গে চিঠিতে লেখা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আজ বেলা ১ টায় কথা হয়েছিল। তারা জানিয়েছিল রাজ্যের পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হবে। কিন্তু তারা ইতিমধ্যেই কার্গো ফ্লাইটে এসে উপস্থিত হয়েছেন ১০ টা ১০ মিনিটে। এমনকি কেন্দ্রীয় দল আসার ৩০ মিনিট আগে চিঠি আসে মুখ্যসচিবের কাছে। আগে না জানিয়ে কেন্দ্রীয় দলের প্রবেশ প্রতিষ্ঠিত রীতির পরিপন্থী বলে জানান মুখ্যমন্ত্রী।