মে মাসে অপরিশোধিত জ্বালানি তেল মজুত করার কোনও জায়গা থাকবে না এই আশঙ্কায় সোমবার আমেরিকার বাজারে তেলের দাম শূন্য ডলারের নিচে চলে যায়। করোনার জেরে লকডাউন চলছে প্রায় গোটা পৃথিবীতে। ফলে প্রতিদিন অপরিশোধিত তেলের দাম পড়ছে। মে মাসের জন্য মার্কিন অপরিশোধিত তেলের বাজার এদিন খোলা মাত্র দাম ঋণাত্মক হয়ে যায়। যা অতীতে কখনও হয়নি। দিনের শেষে এক ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে মাত্র এক সেন্ট-এ।