জেলা

বাঁকুড়ার আইসিডিএস সেন্টারের তালা ভেঙে চুরি চাল-ডাল

বাঁকুড়ার আইসিডিএস সেন্টার থেকে চুরি গেল চাল-ডাল। সোমবার রাতে সেন্টারের দরজার তালা ভেঙে প্যাকেট করা চাল ও ডাল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার ওন্দা থানার খামারবেড়িয়া গ্রামের বাউরি পাড়ার ১ নম্বর অঙ্গনওয়ারি কেন্দ্রে। লকডাউন চলছে। যে যার ঘরের ভিতরে। তবুও মঙ্গলবার সকালে গ্রামের গুটি কয়েক মানুষ বাইরে বেরিয়ে দেখতে পান ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা খোলা। তারপরেই চুরির ঘটনা সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওন্দা থানার পুলিশ।