‘বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, র্যাপিড কিট সব তুলে নেওয়া হয়েছে, এই দোষ কার’
জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, ‘সাধ্যমতো কাজ করার চেষ্টা করছি, অথচ বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। র্যাপিড টেস্টের কিট তুলে নিয়েছে, এটা কার দোষ?’ এদিন, মুখ্য়সচিব রাজীব সিনহা বলেন, ‘র্যাপিড টেস্টের কিট কাজে লাগছে না’। এদিন এ প্রসঙ্গে কেন্দ্রের নাম না করে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ‘আমরা সাধ্য়মতো কাজ করার চেষ্টা করছি, কেউ কেউ বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন। এদিকে, র্যাপিড টেস্টের কিট যা পাঠিয়েছিল, তা তুলে নিয়েছে। কারণ তা ত্রুটিপূর্ণ ছিল। তাহলে কার দোষ? কী পরিকল্পনা করা হচ্ছে, বুঝতে পারছি না। ১৪ হাজার কিটের প্রয়োজন, কেন্দ্র দিয়েছে ২৫০০। বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। তিন ধরনের কিটস হয়। আরটিপিসিআর কিটেও ত্রুটি ছিল, তুলে নিয়েছে। সময়মতো টেস্ট করতে হবে, তাহলে এ অবস্থার জন্য় কে দোষী?” মুখ্য়মন্ত্রী আরও বলেন, ‘ভাগ্য়িস আমাদের স্বাস্থ্য় দফতর কিছু বরাত দিয়েছিল, তাই কিছুটা বাঁচোয়া”। এ প্রসঙ্গে এদিন মুখ্য়সচিব বলেন, ‘আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা করা হচ্ছে। কম পরীক্ষা করা হচ্ছে, এ অভিযোগ ঠিক নয়। গত ২৪ ঘণ্টায় ৮৫৫ করোনা টেস্ট হয়েছে। রাজ্য়ে মোট পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৭’। অন্য়দিকে, করোনা পরিস্থিতিতে রাজ্য়ে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে নবান্নকে কেন্দ্রের পাঠানো কড়া চিঠি প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘বাংলার লোকেরা স্নান করতে পারছে কিনা, খেতে পাচ্ছে কিনা, দেখতে এসছে এখানে। তার মধ্য়ে কড়া চিঠি দিয়েছে। চিঠি দিতেই পারে…’। গত ২৪ ঘণ্টায় ৩২ জন নতুন করে সংক্রামিত হওয়ার পরে করোনা অ্যাকটিভ কেস ২৭৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০০। গত ২৪ ঘণ্টায় আরও ৬জন সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পরে রাজ্যে মোট সুস্থ হওয়ার সংখ্যা পৌঁছল ৭৯-এ। যদিও নতুন করে আর কারও মৃত্যু হয়নি এ দিন, মৃতের সংখ্যা ১৫-ই আছে। সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানালেন সাংবাদিক বৈঠকে। উল্লেখ্য়, ২ দিন র্যাপিড টেস্ট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বুধবার জানিয়েছে আইসিএমআর। আইসিএমআরের র্যাপিড টেস্ট কিটে ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠেছে।