কলকাতা

করোনায় মৃতের সংখ্যা নিয়ে ফেসবুকে ‘ভুয়ো তথ্য’ ছড়ানোয় অভিযোগে সুজনের বিরুদ্ধে এফআইআর

করোনায় মৃতের সংখ্যা নিয়ে ফেসবুক পোস্টে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে সুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের। জানা গিয়েছে, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করোনায় মৃতদের নামের একটি তালিকা পোস্ট করেছিলেন সুজন চক্রবর্তী। ৭ জনের সেই তালিকায় নাম ছিল জগত্‍বল্লভপুরের এক মহিলার। জগত্‍বল্লভপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডুর অভিযোগ, ওই মহিলা করোনা আক্রান্ত ছিলেন না। হৃদরোগের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। অর্থাত্‍ রঞ্জনবাবুর দাবি যে, ফেসবুকে ভুল তথ্য ছড়াচ্ছেন সুজন চক্রবর্তী। এই অভিযোগে স্থানীয় থানায় সুজনাবাবুর বিরুদ্ধে এফআইআর করেন রঞ্জন কুণ্ডু। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পালটা অভিযোগকারীকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাম নেতা। সাফ জানালেন প্রয়োজনে আদালতে যেতেও প্রস্তুত তিনি। ভুয়ো তথ্য পোস্ট প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘অভিযোগকারীর দাবি মোতাবেক যদি একটি নাম ভুল হয়েও থাকে, বাকি ছ’টি নাম ঠিক।