কলকাতাঃ করোনা সচেতনতায় ফের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে প্রথমে মৌলালি, পরে বেহালাতে যান মুখ্যমন্ত্রী। গাড়ি থেকেই মাইকিং করে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে এলাকাবাসীদের সচেতন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ রুখতে লকডাউনের সব শর্ত মেনে চলতে আবেদন জানান তিনি। গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজাবাজার, পার্ক সার্কাস, বালিগঞ্জ, খিদিরপুর এলাকায় গিয়েছেন তিনি। করোনার সংক্রমণ রুখতে এলাকাবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে লকডাউনের জেরে কেউ সমস্যায় পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও আবেদন জানিয়েছেন তিনি।