কলকাতা

ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার ও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। তবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এই দু’দিন কালবৈশাখী হতে পারে। এমনকী বেশ কয়েকটি জেলায় বইতে পারে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও। আজ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।বলেছে, বিহার লাগোয়া উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরেই আগামী মঙ্গলবার রাজ্যে অনেকাংশেই ঝড় বৃষ্টি হতে পারে।