দেশ

বিশ্ব যখন করোনার বিরুদ্ধে লড়ছে, কিছু লোক অন্য ভাইরাস ছড়াতে ব্যস্ত: প্রধানমন্ত্রী

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমবার এই সামিটে যোগদান করেন মোদি। এই অন্য ভাইরাস বলতে জঙ্গি কার্যকলাপ ও গুজবের কথা বুঝিয়েছে তিনি। মোদি বলেন, ‘গোটা বিশ্ব যখন কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই করছে, তখন কিছু মানুষ ব্যস্ত অন্য ভয়ঙ্কর ভাইরাস ছড়াতে। এই ভাইরাস হল জঙ্গি কার্যকলাপ ও গুজব। এই ভাইরাস ছড়িয়ে মানুষ ও দেশকে বিভাজন করার চেষ্টা করছে তারা।’ এই বৈঠকে মোদী বলেন, ভারতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গণতন্ত্র, নিয়মানুবর্তিতা ও সিদ্ধান্ত, এই তিন মূল বিষয়কে মাথায় রেখেই কাজ করা হচ্ছে। তিনি বলেন, ‘এই সমস্যার মুহূর্তে আমরা দেখেছি কী ভাবে গণতন্ত্র, নিয়মানুবর্তিতা ও সিদ্ধান্ত, এই তিন বিষয়কে এক জায়গায় নিয়ে এসে আমরা একজোট হয়েছি। এই লড়াই এখন মানুষের লড়াইয়ে পরিণত হয়েছে। আমরা নিজেদের মানুষের জন্য চিন্তা করার সঙ্গে অন্য দেশের মানুষের জন্যও চিন্তা করছি।’