দেশ

দুবাই থেকে ২টি বিশেষ বিমানে চেন্নাই পৌঁছালেন ৩৫০ ভারতীয়

৩৫০ জনকে নিয়ে আজ চেন্নাই পৌঁছাল দুটি বিশেষ বিমান । পাশাপাশি আরও চারটি বিমানে করে লকডাউনে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের আজ ফিরিয়ে আনা হয়। প্রথম বিমানটি তিন জন শিশু-সহ 182 জন ভারতীয় নাগরিককে নিয়ে বাহারিনের মানামা থেকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় । আর দ্বিতীয় বিমানটি ১৭৭ জন ভারতীয়কে নিয়ে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে । একটি বিবৃতিতে জানানো হয়, প্রথম বিমানে আসা ১৮২ জন যাত্রীর ইতিমধ্যেই স্ক্রিনিং শুরু হয়ে গেছে । স্বাস্থ্যবিধি অনুযায়ী তাঁরা এখন কোয়ারানটিনে থাকবেন ।