লকডাউন তৃতীয় দফার পর সম্ভবত চতুর্থ দফার দিকে এগিয়ে যাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে অশান্তি চরমে। পরিযায়ী শ্রমিকরা যেখানে বাড়ি ফেরার জন্য প্রবলভাবে চেষ্টা করে চলেছেন, সেখানে এদিন সকালে বিহারে সাহারনপুরে একদল পরিযায়ী শ্রমিকের বিক্ষোভের জেরে পরিস্থিতি ক্রমেই রণক্ষেত্রের চেহারা নেয়।উল্লেখ্য, সাহারনপুর থেকে আম্বালাগামী একটি শ্রমিক স্পেশ্যাল ট্রেন এদিন ছাড়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা না ছাড়ায় , বিপদে পড়েন পরিযায়ী শ্রমিকরা। ক্ষোভে ফেটে পড়ে এলাকায় ভাঙচুর চালাতে থাকেন তাঁরা। বিহারের কাটিহারের এই ঘটনার জেরে প্রবল উত্তেজনা দেখা দেয়।