ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। দিঘা ও হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়ার পর এই ঝড় ক্রমে এগিয়ে যাবে উত্তর ও উত্তর পূর্ব দিকে। ঝড়ের গতিবেগ ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর প্রভাবে আজ ভোররাত থেকে দিঘায় বাড়তে শুরু করেছে বৃষ্টিপাত। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে সমুদ্র। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। আজও স্থানীয় বাসিন্দাদের সরানোর কাজ চলবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। সূত্রে খবর, সকালের দিকে দিঘার উপকূলে হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার। এই মুহুর্তে দিঘা থেকে ১৫০ এবং কলকাতা থেকে ২৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে দেখা যাচ্ছে ঝড়ের দাপট। বালাসোর, পারাদ্বীপ, বালেশ্বর, চাঁদিপুরের মতো বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া বইছে। সমু্দ্রেও শুরু হয়েছে জলস্ফীতি। আজ বুধবার বিকেলেই দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে কোনও একটি জায়গায় উপকূলে আছড়ে পড়াতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আমপান’।