জেরে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি, তার মেরামত করে কলকাতা সংলগ্ন জেলাগুলির অধিকাংশ এলাকায় পরিষেবা স্বাভাবিক করা হয়েছে বলে জানাল রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। রবিবার দুপুরে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ট্যুইট করে একথা জানানো হয়। বিদ্যুৎ বণ্টন সংস্থা জানিয়েছে, নদীয়া ও পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ এলাকাতেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের জল বণ্টনকারী স্টেশন, হাসপাতাল ও সেচের জন্য ব্যবহৃত পাম্পিং স্টেশনগুলিরও অধিকাংশতেই এসেছে বিদ্যুৎ। এছাড়া কেষ্টপুর, বাগুইআটি, তেঘরিয়া, সল্টলেক, নিউটাউনের বিস্তীর্ণ অংশেও অবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মিলছে বলে দাবি স্বরাষ্ট্র দপ্তরের।