জেলা

আগামী ১ জুন থেকে শুরু ফেরি পরিষেবা

কলকাতা: আগামী ১ জুন থেকে ফের শুরু হচ্ছে ফেরি পরিষেবা। পরিবহণ দপ্তর সূত্রে খবর, ৯টি রুটে এক ঘণ্টা অন্তর মিলবে লঞ্চ। সামাজিক দূরত্ব বিধি মেনে বহন ক্ষমতার ৪০ শতাংশ যাত্রী নিতে পারবে জলযানগুলি। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম এবং হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি সরকারের নির্দেশ মতো সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেরি পরিষেবা দেবে। যে রুটগুলিতে পরিষেবা চলবে সেগুলি হল, হাওড়া থেকে শিপিং, হাওড়া থেকে ফেয়ারলি, ফেয়ারলি থেকে কুটিঘাট ভায়া রতনবাবু-কাশীপুর ঘাট এবং বাগবাজার, কুটিঘাট থেকে বেলুড়, নুরপুর থেকে গাদিয়াড়া, নাজিরগঞ্জ থেকে মেটিয়াবুরুজ, রামকৃষ্ণপুর থেকে চাঁদপাল, চাঁদপাল থেকে হাওড়া ভায়া ফেয়ারলি, হাওড়া থেকে বাগবাজার ভায়া আহিরিটোলা এবং শোভাবাজার। এক ঘণ্টা অন্তর এই সব রুটে পরিষেবা দেওয়া হবে। মাস্ক ছাড়া কোনও যাত্রীকে জলযানে উঠতে দেওয়া হবে না। যে সব ফেরিঘাট পুরসভা, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দেখভাল করে, সেগুলিও চালু হতে চলেছে একই বিধি মেনে। যাত্রীদের মুখে মাস্ক ও হাতে গ্লাভস আবশ্যক।