গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৭ হাজার ৯৬৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। যা এপর্যন্ত সর্বাধিক। মৃত্যু হয়েছে ২৬৫ জনের। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩। এঁদের মধ্যে অবশ্য ৮২ হাজার ৩৭০ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৯৭১ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪২২। আজ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে।