হার্দিক পান্ডিয়া বাবা হতে চলেছেন। স্যোশাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়ে দিলেন সে কথা। শেয়ার করলেন বাগদত্তা নাতাসা স্ট্যানকোভিকের বেবি বাম্পের ছবিও। ছবি পোস্ট করে হার্দিক লেখেন, ‘নাতাসা ও আমি জীবনে একসঙ্গে খুব সুন্দর একটা জার্নির মধ্যে দিয়ে চলেছি। এই যাত্রা আরও সুন্দর হতে চলেছে। আমরা দুজনেই এক নতুন জীবন আসার অপেক্ষায় খুবই উচ্ছ্বসিত। আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই।’