দেশ

‘অর্থনীতি সচল হবেই’, সিআইআই-এর বার্ষিক সম্মেলনে শিল্পমহলকে বার্তা প্রধানমন্ত্রীর

লকডাউনের জেরে ধুঁকছে অর্থনীতি। এক প্রকার স্তব্ধ শিল্পোত্‍পাদন। তবে প্রধানমন্ত্রী মোদির আশ্বাস, অর্থনীতি অবশ্যই ঘুরে দাঁড়াবে। ফের বৃদ্ধির মুখ দেখবে ভারত। কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি (‌সিআইআই)‌-এর বার্ষিক সম্মেলনে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি-র ১২৫ বছর পূর্তিতে বার্ষিক সভায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অর্থনীতিকে সচল রাখতে তিনি শিল্পপতিদের পরামর্শ দিয়েছেন । আনলক ১.০ লকডাউনের পর থেকে ভারতীয় অর্থনীতিকে সচল রাখার সম্পর্কে এই প্রথম বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তুললেন ‘‌আত্মনির্ভর ভারত’‌-এর প্রসঙ্গ। বললেন, করোনা পরিস্থিতিকে পিছনে ফেলে সামনে হাঁটবে দেশ। তাঁর কথায়, ‘‌ভারতের মেধায় আমার পূর্ণ বিশ্বাস আছে, দেশের প্রযুক্তি, কৃষি, শিল্পে পূর্ণ আস্থা আছে’‌। তবে দেশবাসীর জীবনরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘‌আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছি। আমরা শুধু প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি এমন নয়, মানব সম্পদকেও বাঁচানোর চেষ্টাও করেছি। কোভিড- ১৯ লড়াইয়ের মধ্যেও অর্থনীতিকে শক্তিশালী করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে একটি। দ্রুতগতির বৃদ্ধির জন্য ভারতে ৫টি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ: উদ্দেশ্য, অন্তর্ভুক্তি, বিনিয়োগ, পরিকাঠামো, উদ্ভাবন।’‌ মোদি আরও বলেন, দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্যে সবরকম চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ৫৩ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদেরও পাশে আছে সরকার। এর পর নিজের স্বকীয় ভঙ্গিতে বলেন, ‘‌করোনা আমাদের পথ আটকানোর চেষ্টা করলেও আমরা থেমে যাব না, এগিয়ে যাব’‌। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুফল মিলেছে, বলে জানালেন তিনি। বললেন, ভারত লকডাউন পেরিয়ে আনলকের পথে হেঁটেছে, গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছে। পাশাপাশি আরও একবার ভারতে উত্‍পাদনের ওপর জোর দিয়েছেন। জানিয়েছেন, গোটা দুনিয়ার জন্য এবার জিনিস উত্‍পাদন করবে ভারত।

🔵 আত্মনির্ভর ভারত গড়তে তিনি তাঁর বক্তব্যে পাঁচটি বিষয়ের উপর জোর দিয়েছেন । উদ্দেশ্য , অন্তর্ভুক্তি , বিনিয়োগ , পরিকাঠামো ও উদ্ভাবনী শক্তি । দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি শিল্পমহলকে বার্তা দিয়েছেন ।
🔵 করোনার বিরুদ্ধে লড়তে হবে । পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে হবে । ভারতীয় প্রযুক্তির উপর আমার ভরসা আছে । দেশের কৃষক ও শিল্পপতিদের উপর বিশ্বাস আছে । এই কারণেই আমি বলেছি যে , হ্যাঁ, ভারত আবার তার বৃদ্ধি ফিরে পাবে । সবার শ্রেষ্ঠ হবে ।
🔵 শিল্পপতিদের উপর ভরসা আছে । কোরোনা সংকটকে কাজে লাগাতে হবে শিল্পপতিদের ।
🔵 উৎপাদিত শস্য কৃষকরা সরাসরি বিক্রি করতে পারবেন । যে কোনও রাজ্যে ফসল বিক্রি করা যাবে ।
🔵 গরিব পরিবারে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে । ৭৪ শতাংশ রেশন পৌঁছেছে ।
🔵 কয়লা ক্ষেত্রকে বেসরকারিকরণ করা হয়েছে ।
🔵 MSME তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে ।
🔵 ভারতের উপর বিশ্বের অধিকার রয়েছে। ভারতকে এই সুযোগকে কাজে লাগাতে হবে ।
🔵 মেক ইন ইন্ডিয়াকে আরও মজবুত করতে হবে । মেক ইন ইন্ডিয়াই মেড ফর ওয়ার্ল্ড ।
🔵 আমরা বিনিয়োগ এবং ব্যবসার জন্য অনুকূল পরিবেশ ব্যবস্থা তৈরি করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি ।