বিনোদন

কিংবদন্তি পরিচালক বাসু চট্টোপাধ্যায় প্রয়াত

প্রয়াত কিংবদন্তী চিত্র পরিচালক তথা চিত্র নাট্যকার বাসু চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৯৩ বছর। বহু দিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এদিন দুপুর ২টো নাগাদ এই পরিচালকের অন্ত্যেষ্টী কর্ম সম্পন্ন হবে স্যান্টাক্রুজে। রজনীগন্ধা, চিতচোর, ছোটি সি বাত, বাতো বাতো মে, চামেলি সি শাদি, এক রুকা হুয়া ফয়সলা সহ অসংখ্য হিন্দী ছবির পরিচালক ছিলেন তিনি। পাশাপাশি করেছেন প্রচুর বাংলা সিনেমাও। তার মধ্যে উল্লেখযোগ্য হল হঠাৎ বৃষ্টি, টক ঝাল মিষ্টি, প্রতীক্ষা, হচ্ছে টা কী, ত্রিশঙ্কু ইত্যাদি। এছাড়াও তাঁর পরিচালনা করা দূরদর্শনের ‘বোমকেশ বক্সি’ সিরিয়ালটি আজও দর্শকদের মধ্যে সমাদৃত। বর্ষীয়ান এই পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, টলিউড সহ অগুন্তি সিনেমাপ্রেমী।পরিচালকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লেখেন, ‘বর্ষীয়ান ও কিংবদন্তি পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমরা শোকাহত। ছোটি সি বাত, রজনীগন্ধা, ব্যোমকেশ বক্সী, রজনী-র মতো ছবি উপহার দিয়েছেন। তাঁর পরিবার, বন্ধু ও বিনোদন জগতের শুভান্যুধায়ীদের প্রতি সমবেদনা।’