জেলা

পুলিশের জালে এটিএম জালিয়াতির মূল পাণ্ডা

বৃষ্টি শেঠ, দক্ষিণ ২৪ পরগণা: ডায়মণ্ড হারবার জেলা পুলিশের বড়সড় সাফল্য। এ রাজ্যে এটিএম জালিয়াতির অন্যতম মূল পাণ্ডাকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত বিষ্ণুপুর থানার পুলিশ। অভিযোগ, ধৃত ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিতিতে একের পর এক এটিএম লুটের ষড়যন্ত্র করে যাচ্ছিল। ধৃতের কাছ থেকে বিভিন্ন নামে আইডেন্টিটি কার্ড ও আধার কার্ড ছাড়াও ৯৮টি এটিএম কার্ড উদ্ধার হয়েছে। সেই সঙ্গে 2টি সোনার আংটি ২৫হাজার নগর টাকা, একটি বাইকের চাবি ও ৪টি মোবাইল ইত্যাদি উদ্ধার হয়েছে। ওই ব্যক্তি একাধিক নাম যেমন-জয়দেব রায়, শেখ সাজিদা আলম সহ নানা নামে নিজের দুষ্কর্ম চালিয়ে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতের আসল বাড়ি দূর্গাপুরে ।

ফাইল চিত্র।