কলকাতা

১ জুলাই থেকে মেট্রো চালুর ভাবনা, আরও ৫০০ সরকারি বাস চলবে শহরে: মুখ্যমন্ত্রী

বাড়ছে না বাস ভাড়া, বাসপিছু ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে রাজ্য

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ আগামী ১ জুলাই থেকে মেট্রো চালুর ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। স্যানিটাইজ করে, ভিড় কমিয়ে চলবে মেট্রো। এইমাত্র সাংবাদিক বৈঠকে জানালেন তিনি। এছাড়া তিনি এও জানান, আরও ৫০০ সরকারি বাস নামবে শহরে। তিনি এও বলেন, ১ জুলাই থেকে সমস্ত বেসরকারি বাসকে রাস্তায় নামাতে ভর্তুকি দেওয়া হবে । বাসের ভাড়া বাড়ানো হবে না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। ১ জুলাই থেকে রাজ্যে লকডাউনে ছাড়ের মেয়াদ আরও একঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও ঘোষণা করা হয়। এদিন তিনি বলেন, ‘ডিজেলের দাম বাড়ছে। পাশাপাশি সরকারি নিয়ম মানতে হচ্ছে বাসগুলিকে। এবার সমস্ত বাস রাস্তায় নামাতে বাসপিছু ১৫ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। আগামী তিন মাস এই ভরতুকি দেওয়া তলবে। ফলে ১ জুলাই থেকে সমস্ত বাস রাস্তায় নামবে বলে মনে করা হচ্ছে। এমনকী, বাসের চালক ও কন্ডাক্টরদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা মিলবে ভেলোর ও এইমস হাসপাতালেও। বৈঠকে এই প্রস্তাবে ইউনিয়নগুলিও রাজি হয়েছেন বলে খবর।