জেলা

তেলের দাম না কমালে রাজ্যে অনির্দিষ্টকাল ট্রাক ধর্মঘটের ডাক

দেশজুড়ে আনলক শুরু হওয়ার পর থেকে প্রায় তিন সপ্তাহ ধরে বেড়ে চলেছে জ্বালানী তেলের দাম। দেশের কোথাও কোথাও ডিজেলের দাম পেট্রোলকেও ছাপিয়ে গিয়েছে। এই অবস্থায় ৩ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিলেন ট্রাক মালিকরা। লকডাউনের সময়ে দেশজুড়েই ট্রাক চলাচলের অনুমতি দিয়েছিল কেন্দ্র। উদ্দেশ্য, পণ্য পরিবহণ ব্যবস্থাকে সচল রাখা। ফলে চারদিকে যখন সবকিছু বন্ধ তখন সরবারহ ঠিক থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেভাবে বাড়েনি। কিন্তু এবার তা হাতের বাইরে চলে যেতে পারে যদি ট্রাক বন্ধ হয়ে যায়।