বিশিষ্ট আইনজীবীকে নিয়ে এবার কড়া রায় দান করল সুপ্রিম কোর্ট। কোর্টের তরফে এদিন, প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে একটি মন্তব্য করে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে এই রায় দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে নিয়ে এমন বিরূপ মন্তব্য করার বিষয়টি শীরক্ষ আদালত ভালোভাবে নেয়নি। উল্লেখ্য, প্রশান্ত ভূষণ পর পর দুটি টুইট করে আদালত অবমাননা করেছেন । সেই মর্মে একটি মামলা দায়ের হয়েছিল। তার প্রেক্ষিতেই এদিন বিচারের রায় দেয় আদালত। এরপর প্রশান্ত ভূষণের শাস্তি নিয়ে আদালত ২০ অগাস্ট নিজের রায় জানাবে। টুইটে প্রশান্ত ভূষণ লিখেছিলেন, ভবিষ্যতে র ইতিহাসবিদরা যখন ৬ বছর আগের দিকে ফিরে তাকাবেন, তখন দেখতে পাবেন, ঘোষিত জরুরি অবস্থা না হলে কীভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করা যায়। সুপ্রিম কোর্ট ও শীর্ষ আদালতের ৪ বিরাচপতির ভূমিকাও ইতিহাসবিদরা বিচার করতে পারবেন। এমনই বক্তব্য লেখেন প্রশান্ত কিশোর।