দেশ

ফের হাসপাতালে ভর্তি অমিত শাহ

নয়াদিল্লিঃ ফের হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবারই করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। শুক্রবার অমিত শাহের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং ট্যুইট করে একথা জানান। তবে চিকিত্‍সকের পরামর্শ আপাতত আরও কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছিলেন শাহ। কিন্তু বিগত ৩-৪ দিন ধরে শাহ-এর শরীরে র‍্যাশ বেরোচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এইমস-এর এক অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিত্‍‌সকদের একটি দল অমিত শাহের উপর নজরদারি রাখছেন। এইমসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়, করোনা থেকে সেরে উঠলেও শরীর অত্যাধিক দুর্বল এবং গায়ে গত ৩-৪ দিন ধরেই প্রবল ব্যাথা হচ্ছে অমিত শাহের । সেই কারণেই ‘করোনা পরবর্তী চিকিত্‍সা’-র জন্যই ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে । তিনি ভাল আছেন । এবং হাসপাতাল থেকেই নিজের কাজও করছেন । ” তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍‌সকরা।