চণ্ডীগড়ঃ পঞ্জাবের সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে বিএসএফ-র গুলির সংঘর্ষ । নিকেশ পাঁচ অনুপ্রবেশকারী । পঞ্জাবের তরণ তারণের খেমকরণ সীমান্তে পাকিস্তানের জিক থেকে ওই পাঁচজন কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল । চারিদিক তখন অন্ধকার । ঘড়িতে ৪টে ৪৫-এর কাছাকাছি । অন্ধকারকে কাজে লাগিয়ে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা চলছিল বলে বিএসএফ-এর প্রাথমিক অনুমান । বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, আজ ভোরের দিকে ঝোপের আড়ালে সন্দেহভাজন কিছু নজরে আসে । তখনই ওই এলাকা ঘিরে ফেলে তারা । প্রথমে মাইকে ঘোষণা । তারপর শূন্যে গুলি । অনুপ্রবেশকারীদের রুখতে চেষ্টা করেন বিএসএফ-এর জওয়ানরা । কিন্তু জওয়ানদের সেই সতর্কবাণীকে তোয়াক্কা করেনি তারা । তখনই বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ । ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয় । এই অনুপ্রবেশকারীরা পাকিস্তানের মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠনের সদস্য কি না তা নিশ্চিত করতে পারেনি বিএসএফ । কী উদ্দেশ্যে অনুপ্রবেশ, তা’ও স্পষ্ট জানা যায়নি । এই ঘটনার সঙ্গে কোনও বড়সড় নাশকতার ছক ছিল কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।
প্রতীকী ছবি।