ইউপিআইপেমেন্ট প্রতারণায় মালদা থেকে ২ যুবকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা । ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । ধৃতদের নাম মহম্মদ তাবারক হোসেন (২৪) ও মহম্মদ আসরাফুল হক (২৮) । ১৩ অগাস্ট থেকে কিছু যুবক তাঁর পেট্রল পাম্পে তেল ভরানোর পাশাপাশি বিভিন্ন আছিলায় ইউপিআই পেমেন্ট করে নগদ টাকা নিতে থাকে । কখনও পরিবারের লোকজন অসুস্থ রয়েছে বলে কখনও বা জরুরি প্রয়োজন রয়েছে বলে। নগদ টাকার পরিবর্তে তারা পেট্রলপাম্পের অ্যাকাউন্টে ইউপিআই মারফত পেমেন্ট করতে থাকে । প্রতিদিন দিনের শেষে হিসেব করে দেখা যায় ইউপিআই পেমেন্ট মারফত ব্যাঙ্কে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা জমা পড়েছে । দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকায় সন্দেহ হয় রানাবাবুর । গতকাল বিকেলে ফের দুই যুবক পেট্রল পাম্পে তেল নেয় । পাশাপাশি, তারা ইউপিআই পেমেন্টের বদলে নগদ টাকা চায় । এরপরই ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তিনি ৷ সঙ্গে খবর দেন মালদা থানায় । খবর পেয়ে মালদা থানার এসআই অজয় সিং-এর নেতৃত্বে সাইবার ক্রাইম পুলিশ এসে ওই ২ যুবককে আটক করে ৷ জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পেয়ে তাদের জিনিসপত্রে তল্লাশি চালায় পুলিশ ৷ তখনই ওই ২ যুবকের কাছ থেকে উদ্ধার হয় নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা ও ২ টি মোবাইল । সেই মোবাইলে বেশ কিছু অচেনা ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্রিনশট ও হোয়াটস অ্যাপের মাধ্যমে ব্যাঙ্কের নথি আদান-প্রদানের তথ্য পাওয়া যায় । গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে । ধৃত মহম্মদ তাবারক হোসেন ও মহম্মদ আসরাফুল হক, রাজারামচক ও দক্ষিণ রাজারামচকের বাসিন্দা ৷মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘটনার সঙ্গে একটি বড় চক্র জড়িয়ে রয়েছে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ।