বিনোদন

রিয়া ও তাঁর বাবাকে ফের তলব ইডি-র

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ফের রিয়া চক্রবর্তী ও তাঁর বাবা ইন্দ্রজিৎকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । সূত্রের খবর, এই মামলার সঙ্গে যুক্ত বেশ কিছু নথি ইন্দ্রজিতের কাছে চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা । সুশান্তের বাবার এফআইআর-এর উপর ভিত্তি করেই 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ইডি । ইতিমধ্যেই একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিয়া সহ তাঁর ভাই সৌভিক ও বাবা ইন্দ্রজিৎকে । এছাড়া সুশান্তের বাবা কে কে সিং, দিদি মিতু সিং, প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, রিয়ার চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রীতেশ সাহ সহ প্রয়াত অভিনেতার পার্সোনাল স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । এর মধ্যে ১৯ অগাস্ট সুশান্ত মৃত্যু মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে সিবিআই-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । শুরু হয়েছে সিবিআইI তদন্ত । সুশান্তের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, অ্যাকাউন্ট্যান্ট রজত মেওয়াতি, পরিচারক দীপেশ ও কেশব, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । কুপার হাসপাতালের যে পাঁচজন চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টও । শোনা যাচ্ছে, শীঘ্রই রিয়াকে তলব করবে সিবিআই । আজ রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।