দেশে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। সংক্রমণ রুখতে মহরমের শোভাযাত্রা করার অনুমতির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট । করোনা আবহে মহরমের শোভাযাত্রা অনুমতি দিতেই অস্বীকার করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে, এএস বোপান্না, ভি রামসুব্রহ্মণ্যমের বেঞ্চ। প্রধান বিচারপতি এসএ বোবদে জানালেন, ‘সারা দেশ জুড়ে মিছিলের অনুমতি দিতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। করোনা ছড়ানোর জন্য একটি বিশেষ সম্প্রদায়কেই দায়ী করা হবে। এটা আমরা চাই না।’
তাহলে পুরীতে রথযাত্রার অনুমতি দেওয়া হয়েছিল কেন? প্রশ্ন তোলেন আবেদনকারী। জবাবে প্রধান বিচারপতি বোবদে বলেন, ‘আপনি পুরীর রথযাত্রার প্রসঙ্গ তুলেছেন। ওটা নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট পথে হয়েছে। সেক্ষেত্রে আমরা ঝুঁকি অনুমান করে রায় দিয়েছি। আপনি গোটা দেশে মিছিলের জন্য অনুমতি চাইছেন।’ এক্ষেত্রে বোবদের যুক্তি, ‘আমরা সমস্ত মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে পারি না। যদি আপনি একটি নির্দিষ্ট জায়গার জন্য অনুমতি চাইতেন, তাহলে ঝুঁকি আঁচ করতে পারতাম।’ এ প্রসঙ্গে এই কথাও বলে, যে এই পিটিশনে রাজ্যগুলোর সরকার কোনও পক্ষ অবলম্বন করেনি। তাই গোটা দেশে ক্ষেত্রে অনুমোদন দেওয়া যায় না। এর পরেই আবেদনকারী লখনউয়ে মিছিল করার অনুমতি চান। জানান, সেখানে বহু শিয়া মুসলিমের বাস। সুপ্রিম কোর্ট এই আবেদন নিয়ে তাঁকে এলাহাবাদ হাইকোর্টে যেতে বলে। গত সপ্তাহে বম্বে হাইকোর্টের অওরঙ্গাবাদ বেঞ্চ একটি মামলায় মন্তব্য করে, করোনা ছড়ানোর দায়ে তবলিঘি জামাতকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে। সিএএ নিয়ে প্রতিবাদের জন্য ‘ভারতীয় মুসলিমদের ঘুরিয়ে হুঁশিয়ারি’ দেওয়া হচ্ছে। এর পরই এদিন মহরম মিছিল প্রসঙ্গে এই মন্তব্য করল বোবদের বেঞ্চ।