কলকাতা

সেপ্টেম্বরে পরীক্ষা নয়, পুজোর আগে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত: মুখ্যমন্ত্রী

জেইই ও নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রকে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট । সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছে । বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে বলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে । এই পরিস্থিতিতে আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, সেপ্টেম্বরে পরীক্ষা সম্ভব নয় । ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ফলে ছাত্রছাত্রীরা আজ সবথেকে বেশি বিপদগ্রস্ত ৷” কেন্দ্র কেন পড়ুয়াদের বিপদে ফেলছে সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷তিনি আরও বলেন, ” পড়াশোনা নিয়ে চিন্তায় পড়ুয়ারা ৷ কোরোনা প্রথম এসেছিল কেরালায় ৷ তারপর থেকে সকলকে বাড়িতে বসে থাকতে হয়েছে ৷ গত পাঁচ মাস ধরে চিন্তায় পড়ুয়ারা ৷ জেইই ও নিট কবে হবে, কীভাবে হবে, সেই পরীক্ষা দিতে গিয়ে আবার আক্রান্ত হতে হবে কি না তা নিয়ে মানসিক ও শারীরিক চাপ তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে ৷” এর আগে ২৯ এপ্রিল ইউজিসি থেকে বলা হয়েছিল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছিল ফাইনাল বছরের পরীক্ষা বাদে, বাকিদের উত্তীর্ণ করে দেওয়ার জন্য ৷ কিন্তু মুখ্যমন্ত্রী বলেন, ” ১১ জুলাই নতুন নির্দেশিকা জারি করে বলা হল, পরীক্ষা নিতে হবে ৷ নাহলে শংসাপত্র দেওয়া যাবে না ৷” কেন হঠাৎ সিদ্ধান্তবদল করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে এখন যা পরিস্থিতি, তাতে এখন পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই ৷ সেপ্টেম্বর মাসে কোনও পরীক্ষা হবে না ৷ পুজোর আগে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ৷”