করোনার জেরে আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সূদূর আরব আমিরশাহিতে ৷ তাতেও স্বস্তি নেই ৷ টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস শিবিরে হানা দিয়েছে করোনা ভাইরাস ৷ দলের খেলোয়াড় সহ ১২ জন কোচিং ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত ৷ আর এর জেরে স্থগিত হয়ে গেল আইপিএল-এর সূচি ৷ এই পরিস্থিতিতে আইপিএল অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, আদৌ ২০২০ আইপিএল-এর বল গড়াবে তো? যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এইমুহূর্তে তেমনটা মনে হচ্ছে না ৷ তাদের মতে, পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি ৷ প্রাথমিক ধাক্কা খেলেও আইপিএল অনুষ্ঠিত হওয়া নিয়ে আত্মবিশ্বাসী কর্মকর্তারা ৷ এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা বলেছেন, “এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ টুর্নামেন্ট না হওয়ার মতো পরিস্থিতি এখনও হয়নি ৷ কিন্তু হঠাৎ এই পরিস্থিতির কারণেই টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে দেরি হবে ৷” ১৯ সেপ্টেম্বর আইপিএল-র উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ৷ কিন্তু, পরবর্তী ম্যাচগুলির তারিখ এখনও ঘোষণা হয়নি ৷ খুব শিগগির তা প্রকাশ করার কথা ছিল ৷ সেই সূচিই স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই৷