দেশ

এক দেশ, এক নির্বাচন ! প্রধানমন্ত্রীর দফতরের পদক্ষেপ ঘিরে শুরু জল্পনা তুঙ্গে

 এক দেশ, এক নির্বাচনের লক্ষ্যে এগোচ্ছে মোদি সরকার।। সংক্রমণ কমলে একসঙ্গে ভোট করার বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্র। সেজন্য সাধারণ ভোটার তালিকা তৈরির চিন্তা শুরু হয়েছে। যা লোকসভা, বিধানসভা থেকে অন্যান্য নির্বাচনেও অগ্রাধিকার পাবে। প্রধানমন্ত্রীর অফিস থেকে এরকমই জানা গেছে। ১৩ আগস্টের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব পিকে মিশ্রের সভাপতিত্বে দুটি বিকল্প নিয়ে আলোচনা করা হয়। প্রথমত ২৪৩ কে ও ২৪৩ জেড এ ধারায় সাংবিধানিক সংশোধনী আনার চেষ্টা করা হচ্ছে, যা দেশের সমস্ত নির্বাচনের জন্য একটি ভোটার তালিকা রাখাই বাধ্যতামূলক করবে। দ্বিতীয়ত রাজ্য সরকারগুলিকে তাদের নিজস্ব আইনকে চিহ্নিত করতে এবং পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ভোটার তালিকা অধিগ্রহণ করার কথা বলা হয়েছে। এই আলোচনায় অংশ নিয়েছিলেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, আইন বিষয়ক সচিব জি নারায়ণ রাজু, পঞ্চায়েতি রাজ সচিব সুনীল কুমার, সেক্রেটারি জেনারেল উমেশ সিনহা ও নির্বাচন কমিশনের তিন আধিকারিক। জানা গেছে ধারা দুটি রাজ্যের পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের রূপরেখা নির্বাচনের জন্য আনা হয়েছে। এর ফলে রাজ্য নির্বাচন কমিশন সাধারণ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে বিশেষ ক্ষমতা পাবে।
অন্যদিকে সংবিধানের ৩২৪ (‌১)‌ ধারায় নির্বাচন কমিশনকে সংসদ ও রাজ্য আইনসভায় সমস্ত নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি, সংশোধন ও পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।