জেলা

মহরমের জন্য সংগৃহীত অর্থ ক্যান্সার আক্রান্ত হিন্দু রোগীর চিকিৎসায় সাহায্য করলেন বিলাল ও আমজাদরা

প্রিয়াংকা সেনগুপ্ত,পশ্চিম মেদিনীপুরঃ ভালোবাসার এক অনন্য নিদর্শন রাখলেন খড়্গপুর শহরের শেক বিলাল,আমজাদরা। মহরমের মিছিল বন্ধ রেখে এক ক্যান্সার আক্রান্ত হিন্দু ব্যক্তির চিকিৎসায় সেই অর্থ সাহায্য হিসেবে শনিবার ওই ব্যক্তির মায়ের হাতে তুলে দিলেন তাঁরা। খড়্গপুর শহরের সাঁজোয়ালের বাসিন্দা বছর ত্রিশের যুবক বাপি দাস পেশায় ছিলেন টোটোচালক। কিছুদিন আগে দাঁতের চিকিৎসা করতে গিয়ে জানতে পারেন তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন। ক্রমশ তিনি কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন। বাপির বাড়ীর পাশেই মসজিদ । আর সেখানেই জামাকাপড় সেলাইয়ের দোকান শেক বিলালের। বাপির মা কৃষ্ণা দাস বাপির চিকিৎসার অর্থ সাহায্যের জন্য পাড়ায় বেরোন। যান বিলালের দোকানেও। এরপরই পাড়ার একটি সংস্থার পক্ষ থেকে বিলাল,আমজাদরা করোনার আবহে মহরমের মিছিল বন্ধ রেখে বেশ কিছু অর্থ বাপির মায়ের হাতে তুলে দেন। বিলাল ,আমজাদরা জানান,ভবিষ্যতে আরও অর্থ সাহায্য করার ইচ্ছে আছে ওই পরিবারকে। এর আগেও তাঁরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে অর্থ সাহায্য করেছেন। বাপি দাসের মা কৃষ্ণা দাস জানিয়েছেন,ক্যান্সারের চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন। পাড়ার যুবকরা পাশে থাকায় অনেকটা সাহস পাচ্ছেন তিনি।