এবার দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। চিনের তরফে ইতিমধ্যে এই বিষয়ে তীব্র আপত্তি জানানো হলেও নয়াদিল্লি কোনও গুরুত্ব দেয়নি বলেই সূত্রের খবর। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। এরপরই ভারতীয় নৌসেনা-র তরফে তাদের একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ দক্ষিণ চিন সাগরে মোতায়েন করছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। চিনের তরফে তীব্র আপত্তি জানানো হলেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে ওই জায়গায় থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন ভারতীয় নৌসেনার আধিকারিকরা। যার জেরে ফুঁসছে বেজিং।