নয়াদিল্লি স্টেশনকে নতুন ভাবে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে রেল ল্যান্ড ডেভেমপমেন্ট অথরিটি বা আরএলডিএ। আর তার জন্যই ডাকা হয়েছে টেন্ডার। বেসরকারি সংস্থাকে এই টেন্ডার জমা দেওয়ার আহ্বান করেছে রেল। রবিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানিয়েছেন, নয়াদিল্লি রেল স্টেশনকে কমার্শিয়াল, রিটেল ও হসপিটালিটি হাব হিসেবে গড়ে তোলা হবে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখা হবে। আর তারজন্যই বেসরকারি সংস্থাকে টেন্ডার জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এই স্টেশন কী রকমের হবে, তার ছবিও তুলে ধরেন রেলমন্ত্রী।