জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হল। আগে ৩১ অগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল। হিসেব মত সোমবারই শেষ হচ্ছে সেই লকডাউনের মেয়াদ। আর তার আগেই লকডাউনের মেয়াদ নতুন করে বাড়ানোর কথা ঘোষণা করা হল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে লকডাউনের ঘোষণা হল। পূর্ব ঘোষণা মাফিক সেপ্টেম্বর মাসের তিনটি সম্পূর্ণ লকডাউন বজায় রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ৭ সেপ্টেম্বর লকডাউন থাকায় কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। এর আগে কেন্দ্রীয় সরকার ১ সেপ্টেম্বর থেকে আনলক-৪ ঘোষণার পাশাপাশি নির্দেশ দিয়েছিল, কন্টেনমেন্ট জোনের বাইরে কোনও রাজ্য পূর্ণ লকডাউন ঘোষণা করতে পারবে না। তার ফলে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার ঘোষিত তিনটি লকডাউন আদৌ হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সোমবার নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব ঘোষিত ৭, ১১ এবং ১২ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউন বজায় থাকবে। নবান্ন সূত্রে খবর সব প্রটোকল মিনিং এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্র যে নোটিফিকেশন করেছিল তাতে বলা হয়েছিল রাজ্য যদি কোন লকডাউন ঘোষণা করেন তা কেন্দ্রের সঙ্গে কথা বলে ঘোষণা করতে হবে। অন্যদিকে 8 তারিখ থেকে রাজ্যে ফের সাধারণের জন্য চলতে শুরু করবে মেট্রোরেল। স্কুল, কলেজ, ইনস্টিটিউশন এবং সিনেমা হল সবকিছুই বন্ধ রাখা হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ২১ তারিখ থেকে ওপেন থিয়েটার চালু করা যাবে বলে জানানো হয়েছে এই নোটিফিকেশনের। কনটেইনমেন্ট জোন সম্পূর্ণ লকডাউন থাকবে ৩০সেপ্টেম্বর পর্যন্ত। কনটেইনমেন্ট জোন ঠিক করার দায়িত্ব দেয়া হয়েছে জেলা প্রশাসনকে।