“ইস্টবেঙ্গল বঞ্চিত হচ্ছিল। মোহনবাগান পারছিল। আমরা কেউ চাইনি ইস্টবেঙ্গল বঞ্চিত হোক। আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান সবাইকেই ভালোবাসি । অনেকেই ইস্টবেঙ্গলকে সাহায্য করতে এগিয়ে এসেছে।” বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল আইএলএল যাতে খেলতে পারে, ক্লাবের যাতে উন্নয়ন হয়, তার জন্য মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের বিষয়ে হস্তক্ষেপ করেন। ইস্টবেঙ্গল ক্লাবের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নর সভাঘরে এই নিয়ে বলছেন বৈঠকে করেন। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতেই লাল-হলুদ এবং ‘শ্রী সিমেন্ট’-এর আধিকারিকদের তরফে এই ঘোষণা করা হয়। সমস্ত আশা শেষ হওয়ার পরও কার্যত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই ইনভেস্টর এল ইস্টবেঙ্গলে। তবে চলতি বছরেই আইএসএল খেলা হবে কি না লাল-হলুদের, সেটা এবার নির্ভর করছে এফএসডিএল কর্তৃপক্ষের উপর। তবে মুখ্যমন্ত্রী আশাবাদী, এই মরশুমেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল।